চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ১ কেজি ৬৩৫ গ্রাম ওজনের স্বর্ণের গহনা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আটক করা হয়েছে এক চোরাকারবারীকে। উদ্ধারকৃত স্বর্ণের গহনার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে লোকনাথপুর গ্রামে ওই অভিযান চালানো হয়। আটক সহিদ হোসেন (৪৩) দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের দাউদ মণ্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে লোকনাথপুর গ্রামের লোকনাথপুর-পরানপুর সড়কে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় এক মোটরসাইকেল চালককে দর্শনা সীমান্ত এলাকা থেকে চুয়াডাঙ্গার দিকে আসতে দেখে তাকে থামতে সংকেত দেওয়া হয়। তখন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১ কেজি ৬৩৫ গ্রাম ওজনের স্বর্ণের গহনা।
চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) নাজিম উদ্দিন আল-আজাদ বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের গহনার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। ওই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।