চীনের বাজারে ‘প্যাড ৫ প্রো’ উন্মোচন করল শাওমি

চীনের বাজারে ‘প্যাড ৫ প্রো’ উন্মোচন করল শাওমি

প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি চীনের বাজারে উন্মোচন করেছে নতুন ট্যাবলেট ‘শাওমি প্যাড ৫ প্রো’। ট্যাবটিতে  থাকছে ১০ হাজার এমএএইচের বিশাল ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট। ১২ দশমিক ৪ ইঞ্চি দৈর্ঘ্যের এলসিডি স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্জ।

১০ আগস্ট ২০২২ তারিখে লঞ্চ হওয়া এই ডিভাইসটিতে তিনটি স্টোরেজ অপশন রয়েছে; ৬ জিবি+১২৮ জিবি, ৮ জিবি+২৫৬ জিবি ও ১২ জিবি+৫১২ জিবি। চীনের বাজারে তিনটি ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে যথাক্রমে ৪১৫, ৪৯০ ও ৫৯৩ ডলারে।

শাওমি প্যাড ৫ প্রো ট্যাবে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেলের ডেপথ লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ২০ মেগাপিক্সেলের শুটার। ১০ হাজার এমএএইচের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। কালো, রুপালি ও সবুজ তিন রঙে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ট্যাবটি।

Explore More Districts