বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের চলমান রাজনীতি, তারুণ্যের ভাবনা, সংস্কার, বিনিয়োগ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জুলাই বিপ্লব-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সার্বিক অবস্থা এবং ইসলামী আন্দোলনের বর্তমান ও আগামীর পথচলা নিয়ে আলোচনা হয়েছে।
‘জুলাই গণহত্যা’ ও মানবতাবিরোধী অপরাধের বিচার, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগ এবং ইসলামী আন্দোলনের অবস্থান ও প্রত্যাশা নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও মতবিনিময় হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া দুই দেশের (চীন ও বাংলাদশ) মানুষের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে দুই প্রতিনিধিদল প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।