চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের চলমান রাজনীতি, তারুণ্যের ভাবনা, সংস্কার, বিনিয়োগ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জুলাই বিপ্লব-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সার্বিক অবস্থা এবং ইসলামী আন্দোলনের বর্তমান ও আগামীর পথচলা নিয়ে আলোচনা হয়েছে।

‘জুলাই গণহত্যা’ ও মানবতাবিরোধী অপরাধের বিচার, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগ এবং ইসলামী আন্দোলনের অবস্থান ও প্রত্যাশা নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও মতবিনিময় হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া দুই দেশের (চীন ও বাংলাদশ) মানুষের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে দুই প্রতিনিধিদল প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Explore More Districts