চিরিরবন্দরে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – কুড়িগ্রাম প্রতিদিন

চিরিরবন্দরে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – কুড়িগ্রাম প্রতিদিন

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
সাবেক হুইপ আলহাজ্ব মিজানুর রহমান মানু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম সরকার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাবু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মিলিয়ন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিফাত শাহ্সহ প্রমূখ।

এসময় সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি ২১ শে আগস্ট উপলক্ষে আলোচনায় তার বক্তব্যে বলেন, “বি এন পি জোট সরকার শাসন আমলে বাংলাদেশ যখন সন্ত্রাস ও জঙ্গিবাদ রাষ্ট্রে পরিনত হয়েছিলো। ঠিক তখন তার প্রতিবাদ করেছিল ততকালীন বিরোধী দলীয়নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ প্রতিবাদ করার কারনেই ২০০৪ সালের ২১ শে আগষ্ট তৎকালীন বি,এন, পি জোট সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেস্টা চালিয়েছিলো।

আল্লাহর অশেষ রহমত ও মানব প্রাচীর এর কারনেই সেদিন বেঁচে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিরোধী দলের মূল পরিকল্পনা ছিলো তাকে হত্যা করা।তাকে হত্যার উদ্দেশ্যে একে একে ১৩ টি গ্রেনেড নিক্ষেপ করেছিলো। এতে শহীদ হয়েছিলো আইভী রহমানসহ ২৪ জন আওয়ামিলীগ এর নেতাকর্মী”।

আলোচনা সভা শেষে ২১ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Explore More Districts