
দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের চিরিরবন্দরে শিশু বিবাহ প্রতিরোধ, আত্মহত্যার প্রবণতারোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে ছাত্রীদের সাথে থানার অফিসার ইনচার্জ (ওসি) এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোসলেমউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।