
দিনাজপুররের চিরিরবন্দরে শান্তি বালা (৬২) নামের এক বৃদ্ধা বুকের ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। গতকাল দুপুর ২টায় নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শান্তি বালা উপজেলার ভিয়াইল ইউনিয়নের তালপুকুর গ্রামের মানিকশাহ্ পাড়ার মৃত অতুল চন্দ্র রায়ের স্ত্রী।
জানা যায়, শান্তি বালা দীর্ঘদিন থেকে স্তন ক্যান্সার রোগে বুকের ব্যথায় ভুগছিলেন। বুকের ব্যাথা সহ্য করতে না পেরে নিজ ঘরের কোটার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।
তার নাতনী বৃষ্টি রানী রায় শান্তি বালার ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে মরদেহ উদ্ধার করে। ভিয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক শাহ আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সার রোগে ভুগছিলেন তিনি, ব্যাথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারেন।