
দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শ হয়ে লক্ষণ রায় (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি শনিবার দুপুর আনুমানিক ১টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া গ্রামে ঘটেছে। লক্ষণ রায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া গ্রামের দো-মুখার কালিপদ রায়ের ছেলে এবং দিনাজপুর সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুকাল থেকেই লক্ষণের ইলেকট্রিক কাজের প্রতি আগ্রহ ছিল। তাই সে পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি ডেকোরেটরে ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।
এরই ধারাবাহিকতায় গতকাল ৫ মার্চ শনিবার দুপুর আনুমানিক ১টায় স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে ইলেকট্রিকের কাজ করতে যায়। সেই অনুষ্ঠানে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।