চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।
শুক্রবার (২৫ মার্চ) উপজেলার নানিয়াটিকর এস সি উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন, আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনসহ ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ প্রমুখ।
এ সময় সংসদ সদস্য আবুল হাসান মাহামুদ আলী বলেন, “প্রাথমিক বিদ্যালয়গুলো বেহাল অবস্থায় ছিল। আমরা সে সব বিদ্যালয়গুলো খুঁজে বের করে নতুন ভবন দিয়েছি। যাতে শিক্ষার্থীরা ভালোভাবে পাঠদান করতে পারে”।
প্রধান অতিথি শিশুদের পড়ালেখায় আগ্রহী করতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করে আরো বলেন, “ক্ষুদে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে কারণ আগামীতে এই শিক্ষার্থীরাই দেশ পরিচালনায় ভূমিকা রাখবে”।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে উপজেলার রাজাপুর চার- আনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিশচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
সুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরস্বর্তীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়,
বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়, নানিয়াটীকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আউলিয়াপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চক সুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।
এসময় তিনি ৯নং ভিয়াইল ইউনিয়নের কাঁকড়া নদীর উপর অর্থ নির্মিত ব্রীজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নং ভিয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিন্দ্র নাথ রায় (মনি) সাধারণ সম্পাদক তাপস কুমার রায়, সাবেক ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়, নানিয়াটিকর এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান দুলু, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দীন সরকার, ৫নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম সরকার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাবুসহ স্ব-স্ব স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।