kurigrampratidin
14 hours ago
জেলার খবর, প্রচ্ছদ
12 Views
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
১৩ই আগষ্ট শুক্রবার সকালে চিরিরবন্দর হাসপাতাল মোড়ে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট চিরিরবন্দর উপজেলা শাখার উদ্দ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলার রুপসা উপজেলার শেয়ালী গ্রামের অর্ধ শতাধিক হিন্দু পরিবারের উপর হামলা, মন্দির, প্রতিমা, দোকানপাট ও বসতবাড়ি ভাংচুর, লুট এবং সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যার প্রতিবাদে এবং সরকারি বাজেটে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের দাবিতে এই মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
এতে উপস্থিত বক্তারা বলেন, দেশে একশ্রেণির উগ্রপন্থী মানুষ হিন্দু ও প্রতিমা পূজার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। সাম্প্রদায়িকতার বিষ দিন দিন প্রকট হয়ে উঠছে।
তাদের অভিযোগ, সাম্প্রদায়িক কর্মকাণ্ডের কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের বসবাস ক্রমেই কঠিন হয়ে পরছে।
বক্তারা এ সময় প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির বিধান করার দাবি জানান।
এসময় জাতীয় হিন্দু ছাত্র মহাজোট চিরিরবন্দর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক জয়দেব সরকার গোলাপ, মিন্টু চন্দ্র বিশ্বাস, সদস্য সচিব মোহন কুমার রায়সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২১-০৮-১৩