সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে বাংলাদেশ জাতিসংঘে তাদের অবস্থান স্পষ্ট করেছে।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের সংখ্যালঘুবিষয়ক ফোরামের ১৭তম অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম এই বক্তব্য উপস্থাপন করেন।
শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক মো. আরিফুল ইসলাম বলেন, “চিন্ময় দাসের গ্রেপ্তারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তাকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, যা আদালতের মাধ্যমে মীমাংসা হবে।”
তিনি আরও বলেন, “যখন বাংলাদেশের জনগণ ধর্মীয় সম্প্রীতির উদাহরণ তৈরি করছে, তখন কিছু মহল অতিরঞ্জিত ও ভিত্তিহীন প্রতিবেদন ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। এমনকি এই ফোরামেও আমরা তা লক্ষ্য করেছি।”
রাষ্ট্রদূত উল্লেখ করেন, “প্রত্যেক বাংলাদেশি ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ ধর্ম পালন ও মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করেন। সংখ্যালঘু সম্প্রদায়সহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান নীতি।”
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তা প্রমাণ করতে ইতোমধ্যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে দুইজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।
তারেক মো. আরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশ সরকার যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক সহিংসতার পেছনে সাম্প্রদায়িক নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ ছিল। বাংলাদেশের জনগণ ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য মেনে সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে এসেছে।”
রাষ্ট্রদূত আরও জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় অভূতপূর্ব সমর্থন পাচ্ছে।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, “একজন মুসলিম আইনজীবীর সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সহিংসতা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান, বিভ্রান্তিমূলক প্রচারণায় প্রভাবিত না হয়ে বাংলাদেশে সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।
বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের সুরক্ষা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে রাষ্ট্রদূত তার বক্তব্যে জোর দেন।
এমভি/সিটিজিনিউজ