চিনিগুড়ায় বাসমতি গন্ধযুক্ত পাইডার ও গো-খাদ্যে ইউরিয়া মিশ্রন, ২ প্রতিষ্ঠানে দেড় লাখ জরিমানা – দিনাজপুর নিউজ

চিনিগুড়ায় বাসমতি গন্ধযুক্ত পাইডার ও গো-খাদ্যে ইউরিয়া মিশ্রন, ২ প্রতিষ্ঠানে দেড় লাখ জরিমানা – দিনাজপুর নিউজ


চিনিগুড়ায় বাসমতি গন্ধযুক্ত পাইডার ও গো-খাদ্যে ইউরিয়া মিশ্রন, ২ প্রতিষ্ঠানে দেড় লাখ জরিমানা – দিনাজপুর নিউজ




দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর সদর উপজেলায় গবাদিপশুর খাদ্যের সাথে ইউরিয়া মেশানো এবং চিনিগুড়া চালে বাসমতি ফ্লেভারযুক্ত পাউডার মেশানোর অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দিনাজপুর শহরের পুলহাটে অবস্থিত মেসার্স ফরহাদ ট্রেডার্স ও সুফলা রাইস মিলে মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, দুপুরে পুলহাট এলাকায় মেসার্স ফরহাদ ট্রেডাসে অভিযান পরিচালনা করা হয়। সেখানে রাইস ব্রান ও গবাদিপশুর ফিডে ইউরিয়া মিশিয়ে প্রক্রিয়াকরণ করছিল। প্রতিষ্ঠানের লাইসেন্স দেখতে চাওয়া হলে তারা দেখাতে পারে নাই।

এসময় মিলের স্বত্বাধিকারী ফরহাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

পরে একই এলাকার সুফলা রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। মিলে চিনিগুড়া চালের সাথে অনুমোদনহীন বাসমতি ফ্লেভারযুক্ত পাউডার মিশিয়ে সুগন্ধী চাল হিসেবে প্রক্রিয়া ও বিক্রি করছিল।

এসময় সুফলা রাইস মিলের স্বত্বাধিকারী মশিউর রহমানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।




Explore More Districts