চান্দগাঁও থেকে হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার – দৈনিক আজাদী

চান্দগাঁও থেকে হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার – দৈনিক আজাদী

নগরীর চান্দগাঁও এলাকায় নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ভোরে কিডস হ্যাভেন কিন্ডারগার্টেনের পাশে ইউসুফ ম্যানসনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার নাম মোহাম্মদ মোসলেহ উদ্দিন (৩০)। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। বর্তমানে তিনি বহদ্দারহাটের বাড়ইপাড়ার ইউসুফ ভবনে বসবাস করছিলেন। চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবির জানান, এসআই রাশেদুল ইসলাম ভোররাত সাড়ে তিনটার দিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোসলেহকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন।

অভিযানে সংগঠনটির বিভিন্ন প্রচার সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল শতাধিক জিহাদি লিফলেট, খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান, বইপুস্তক, ফেস্টুন, ব্যানার, পতাকা, টিশার্টসহ বিভিন্ন প্রচারণামূলক সরঞ্জাম। এছাড়া একটি ডিভিডি প্লেয়ার, প্রিন্টার মনিটর ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব আলামত থেকে স্পষ্ট, আসামি সংগঠনের হয়ে উগ্রবাদী প্রচারণা চালাচ্ছিলেন। নতুন সদস্য সংগ্রহ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার পরিকল্পনা করছিলেন। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Explore More Districts