- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- বন্দরে প্রকাশ্যে ওসমান পরিবারের বড় ‘ডেভিল’ চাঁন মিয়া ও পলি
চাঁদ দেখা গেছে, রোজা শুরু
- আপডেট টাইম : মার্চ, ১, ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ
- 16 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন :
সৌদির একদিন পর বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ শনিবার এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা। সেই সাথে রোববার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে।
এর আগে বার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে আগামীকাল রোববার থেকে পবিত্র রমজান প্রথম রোজা হবে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ১৫ জেলা থেকে চাঁদ দেখার খবর এরই মধ্যে আমাদের হাতে এসেছে। আগামীকাল রোববার ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ বৃহস্পতিবার দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।