সাধারণত পুরোনো কোনো লোহার যন্ত্রাংশ ফেলে রাখলে মরিচা পড়ে। বিজ্ঞানীরা বলছেন, চাঁদে মরিচা পড়ছে। মরিচা পড়ার এ বিষয়টি ভবিষ্যতে চাঁদের অভিযান, সম্পদের ব্যবহার ও সেখানে রাখা সরঞ্জামের নকশাকে প্রভাবিত করতে পারে।
চাঁদের সঙ্গে এমন ঘটনার জন্য পৃথিবীকে দায়ী বলছেন বিজ্ঞানীরা। গবেষকেরা চাঁদের পৃষ্ঠসহ মেরুতে হেমাটাইট নামক একধরনের আয়রন অক্সাইড পেয়েছেন। একে সাধারণ ভাষায় মরিচা বলা হয়। বিজ্ঞানীরা চাঁদে মরিচা পড়তে দেখে বিস্মিত হয়েছেন। এই প্রক্রিয়ার জন্য সাধারণত অক্সিজেন ও পানির প্রয়োজন হয়। অথচ চন্দ্রপৃষ্ঠে পানি ও অক্সিজেন অত্যন্ত বিরল। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে এ বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে।