#কলকাতা: এক অদ্ভুত চৌকো আকৃতির বস্তু দেখা গেল চাঁদের মাটিতে (Strange object on Moon)! চিনের Yutu-2 মুনরোভার এই আজব বস্তুর ছবি তুলেছে৷ চিনের (China) মহাকাশ বিজ্ঞান কেন্দ্র গত সপ্তাহে এই খবর জানিয়েছে৷ স্পেস ডট কমে দাবি করা হয়েছে মুন রোভার ভন কারম্যান আগ্নেয়গিরি ওপর আড়াআড়িভাবে এই চৌকো বস্তুকে (Strange object on Moon) দেখা যায়৷ চাঁদের (Moon) একটা দিকে এই জায়গাটা রয়েছে৷
দ্য Yutu-2 মুন রোভার চিনের (China) Chang’e 4 মিশনের চাঁদে অভিযান চালায়৷ চাঁদে ২০১৯ সাল থেকে কাজ করছে এই বিশেষ যানটি৷ স্পেস ডট কমের সাংবাদিক অ্যান্ড্রু জোন্স ‘‘চাঁদে এই অদ্ভুত একটি চৌকো বস্তু দেখা গেছে৷ তিনি লিখেছেন কিউবিক আকৃতির এই উত্তর সীমায় ভন কারম্যান আগ্নেয়গিরি থেকে ৮০ মিটার দূরে রয়েছে৷ এটা কোনও এলিয়েন নয় কিন্তু এমন কিছু যেটা দেখতেই হবে৷ ’’
Ah. We have an update from Yutu-2 on the lunar far side, including an image of a cubic shape on the northern horizon ~80m away from the rover in Von Kármán crater. Referred to as “神秘小屋” (“mystery house”), the next 2-3 lunar days will be spent getting closer to check it out. pic.twitter.com/LWPZoWN05I
— Andrew Jones (@AJ_FI) December 3, 2021
So yeah, it’s not an obelisk or aliens, but certainly something to check out, and hard to discern much from the image. But large boulders (right) are sometimes excavated by impacts, as seen by the Chang’e-3 mission, which launched 8 years ago on Dec 1. [CNSA/CLEP] pic.twitter.com/ifOIFr4oQI
— Andrew Jones (@AJ_FI) December 3, 2021
CNET- অনুযায়ি এটাকে মিস্ট্রি হাউস বলে ডাকা হচ্ছে৷ বিজ্ঞানীরা জানিয়েছে রোভার কাছাকাছি গিয়ে এই বস্তুটিকে দেখবে, যাতে ভালো দেখতে পাওয়া যায়৷
Could u imagine if we found an artifact from an ancient civilization we havent discovered saying “we were here” such and such and left some cool shit showing their ways and a map of what the earth looked like like a million years ago from their time lol thatd be a cool movie
— *WOO* TANG (@issaufobro) December 4, 2021
Oh, what a cool thing to wake up to…
— 10DogMom (@10DogMom) December 5, 2021
ALIENS!
— Jacob Bogers (@Jacob_Bogers) December 5, 2021
এই আবিষ্কার হওয়ার জন্য ট্যুইটারে জোর আলোচনা শুরু হয়ে গেছে৷ এটা নিয়ে সবচেয়ে সহজ যুক্তি কোনও বোল্ডার সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে এরকম হয়েছে৷ এর আগে ২০১৯ সালে Yutu-2 মুন রোভার সবুজ জেল আবিষ্কার করেছিল৷ চাঁদের এক ধরণের পাথর হিসেবে ধরা হয়েছিল৷ সেখানে খনিজ ও পাথর মিলে এই ধরণের বিষয় করেছিল৷
আরও পড়ুন – Lifestyle Tips: Work From Home-এ গৃহবন্দী হয়ে কোমরের ব্যথায় ভুগছেন? বাড়িতেই পাঁচটি Yogaতে মিলবে উপশম!
সম্প্রতি রোভার চাঁদের মাটিতে “shard” খুঁজে পেয়েছে৷ যেটাকে পরে পাথর হিসেবেই বুঝতে পারা যায়৷ কিন্তু একইভাবে এক অদ্ভুত চৌকো আকৃতির বস্তু দেখা গেল চাঁদের মাটিতে (Strange object on Moon) যা নিয়ে তদন্ত জারি থাকবে , জারি থাকবে জল্পনাও৷