চাঁদের মাটিতে চৌকো ওটা কি? চিনের মহাকাশযানের ছবিতে তোলপাড়

চাঁদের মাটিতে চৌকো ওটা কি? চিনের মহাকাশযানের ছবিতে তোলপাড়

#কলকাতা: এক অদ্ভুত চৌকো আকৃতির বস্তু  দেখা গেল চাঁদের মাটিতে  (Strange object on Moon)! চিনের Yutu-2 মুনরোভার এই আজব বস্তুর ছবি তুলেছে৷ চিনের (China) মহাকাশ বিজ্ঞান কেন্দ্র গত সপ্তাহে এই খবর জানিয়েছে৷ স্পেস ডট কমে দাবি করা হয়েছে মুন রোভার ভন কারম্যান আগ্নেয়গিরি ওপর আড়াআড়িভাবে এই চৌকো বস্তুকে (Strange object on Moon) দেখা যায়৷ চাঁদের  (Moon) একটা দিকে এই জায়গাটা রয়েছে৷

দ্য Yutu-2 মুন রোভার চিনের (China) Chang’e 4 মিশনের চাঁদে অভিযান চালায়৷ চাঁদে ২০১৯ সাল থেকে কাজ করছে এই বিশেষ যানটি৷ স্পেস ডট কমের সাংবাদিক অ্যান্ড্রু জোন্স  ‘‘চাঁদে এই অদ্ভুত একটি চৌকো বস্তু দেখা গেছে৷ তিনি লিখেছেন কিউবিক আকৃতির এই উত্তর সীমায় ভন কারম্যান আগ্নেয়গিরি থেকে ৮০ মিটার দূরে রয়েছে৷ এটা কোনও এলিয়েন নয় কিন্তু এমন কিছু যেটা দেখতেই হবে৷ ’’

CNET- অনুযায়ি এটাকে মিস্ট্রি হাউস বলে ডাকা হচ্ছে৷ বিজ্ঞানীরা জানিয়েছে রোভার কাছাকাছি গিয়ে এই বস্তুটিকে দেখবে, যাতে ভালো দেখতে পাওয়া যায়৷

আরও দেখুন – Indian Army Helicopter Crashed: Tamil Nadu-র Coonoor-এ শীর্ষ পদাধিকারীদের নিয়ে ভেঙে পড়ল সেনা Copeter, দেখুন

এই আবিষ্কার হওয়ার জন্য ট্যুইটারে জোর আলোচনা শুরু হয়ে গেছে৷ এটা নিয়ে সবচেয়ে সহজ যুক্তি কোনও বোল্ডার সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে এরকম হয়েছে৷ এর আগে ২০১৯ সালে  Yutu-2 মুন রোভার সবুজ জেল আবিষ্কার করেছিল৷ চাঁদের এক ধরণের পাথর হিসেবে ধরা হয়েছিল৷ সেখানে খনিজ ও পাথর মিলে এই ধরণের বিষয় করেছিল৷

আরও পড়ুন – Lifestyle Tips: Work From Home-এ গৃহবন্দী হয়ে কোমরের ব্যথায় ভুগছেন? বাড়িতেই পাঁচটি Yogaতে মিলবে উপশম!

 সম্প্রতি রোভার চাঁদের মাটিতে “shard” খুঁজে পেয়েছে৷ যেটাকে পরে পাথর হিসেবেই বুঝতে পারা যায়৷ কিন্তু একইভাবে  এক অদ্ভুত চৌকো আকৃতির বস্তু  দেখা গেল চাঁদের মাটিতে  (Strange object on Moon) যা নিয়ে তদন্ত জারি থাকবে , জারি থাকবে জল্পনাও৷

Explore More Districts