চাঁদাবাজ দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর দাওয়াত

চাঁদাবাজ দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর দাওয়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাওয়াতি অভিযান অব্যাহত রয়েছে। সারাদেশে ন্যায় চাঁদপুর শহর জামায়াত ইসলামের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ড পড়া মহল্লায় দাওয়াতি অভিযান অব্যাহত রেখেছেন সংগঠনটি।

রবিবার (২০ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান মিয়ার নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ দাওয়াতি অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম সবুজ, মামুন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর দাওয়াতী কাজে সাধারণ মানুষ থেকে শুরু করে রিকশা শ্রমিক, দিন মজুর সহ বিভিন্ন পেশাজীবী মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। তবে সাধারণ মানুষ চায় সুন্দর ও নতুন একটি বাংলাদেশ। যেখানে থাকবে না ধনী গরিবের কোন ভেদাভেদ খুন রাহাজানি, ধর্ষণ, হত্যা চাঁদাবাজ দখলবাজ, দুর্নীতি সহ নানান অপরাধ মুলক সমাজের ঘৃণিত কাজ।

দাওয়াতী অভিযানটি শহরের বিপণী ভাগ বাজার থেকে শুরু করে কলেজ গেট, চিত্রলেখার মোড় ও ছায়াবানী মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দাওয়াতি অভিযান সমাপ্ত হয়।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২০ এপ্রিল ২০২৫

Explore More Districts