চাঁদাবাজির অভিযোগে রংপুর–রাজশাহী বিভাগে বাস চলাচল বন্ধ
রংপুর অফিস:
চাঁদাবাজি অভিযোগে রংপুর ও রাজশাহী বিভাগের বাস চলাচল বন্ধ ঘোষণা করছেন মোটর মালিক সমিতি। গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজি করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বাস টার্মিনালের রাজশাহী কাউন্টার ম্যানেজার আকমল হোসেন। বৃহস্পতিবার সকাল থেকে রংপুর ও রাজশাহী বিভাগের উদ্দেশ্যে কোনা বাস ছেড়ে যায়নি বলে জানা গেছে। এতে করে হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে যাত্রী ও সাধারণ মানুষ।
অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের বিষয়ে রংপুর বাসটার্মিনালের রাজশাহী কাউন্টার ম্যানেজার আকমল হোসেন বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে রাজশাহী রুটে বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগে গত বুধবার রাতে রংপুর রাজশাহী রুটে বাসচলাচল বন্ধের ঘোষণা দেন বাস মালিক ও শ্রমিক সমিতি।
এ ঘোষণা অনুযায়ী সকাল থেকে রংপুর বিভাগ থেকে কোনো বাস রাজশাহী বিভাগের উদ্দেশ্যে ছাড়েনি। এ বিষয়ে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে রংপুর-রাজশাহী সড়ক ও মহাসড়কসহ সব রুটে হঠাৎ বাসচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে যাত্রী ও সাধারণ মানুষসহ অফিসগামী কর্মকর্তা কর্মচারীরা। সকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে রাজশাহী রুটে বাসচলাচল বন্ধ থাকায় জরুরি কাজ থাকা সত্বেও রাজশাহী যেতে পারছেন না অনেক মানুষ। অনেক যাত্রী বিকল্প উপায়ে রাজশাহী বিভাগের অন্যান্য জেলার উদ্দেশ্যে গেছেন।