চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ। সভায় প্রধান বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব শামসুল আরেফিন।
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদের পরিচালনায় বক্তব্য রাখেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর পাটোয়ারী, সহ-সভাপতি ডাক্তার সফিক, সাংগঠনিক সম্পাদক হান্নান বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, নয়ন খান, শাহাদাত হোসেন রুবেল, রাজিব দাস, রফিকুল ইসলাম, জাহিদ জমাদার
আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, পৌর ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাল, সদস্য সচিব খালেদুন বাবু।
চাঁদপুর-৩ আসনে আমাদের একমাত্র অভিভাবক জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বিগত ১৭ বছর রাজপথে আমাদের বিপদে-আপদে পাশে ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, বিএনপি’র নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে অনেক হামলা-মামলা এবং নির্যাতনের শিকার হয়েছেন। দলের জন্য অনেক পরিশ্রম করেছেন। এখন সময় এসেছে পরিশ্রমের ফসল ঘরে তোলার। তাই এই মুহূর্ত আপনাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে। বিএনপি নিয়ে একটি রাজনৈতিক দল নানা অপপ্রচার চালাচ্ছে। তারা একসময় আমাদের রাজপথের বন্ধু ছিল। ক্ষমতার লোভে এই দলটি এখন শত্রুতে পরিণত হয়েছে। এ বিষয়ে বিএনপি’র প্রতিটা নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সালাম পৌঁছে দিতে হবে।
তিনি আরো বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এখনো বিএনপিকে ভালোবাসে। চাঁদপুর ৩ আসন সবসময় বিএনপির ঘাঁটি ছিল। চাঁদপুর-৩ আসনে আমাদের একমাত্র অভিভাবক জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বিগত ১৭ বছর রাজপথে আমাদের বিপদে-আপদে পাশে ছিলেন। অভিভাবকের মতো আমাদের আগলে রেখেছেন। এর বাইরে দলের দুঃসময়ে আমরা কোন নেতাকে পাশে পাইনি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে আমাদের এমপি নির্বাচিত করে করতে হবে। মানিক ভাইকে এমপি নির্বাচিত করা ছাড়া আমরা কেউ রাজপথ ছেড়ে ঘরে যাব না।
আক্তার হোসেন মাঝি বলেন, গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে শুধু মাত্র চাঁদপুরে ২৬ জন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছে। সারাদেশে নিহত হয়েছেন ৩৯ জন। বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর তাওয়া গরম করেছে।আর বর্তমান এনসিপি ১মাস সেই তাওয়ায় রুটি ছেঁকে নিজেদেরকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল হিসেবে দাবি করছে। বিএনপি নেতাকর্মীরা রাজপথে না থাকলে এই অভ্যুত্থান কখনোই সফল হত না। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যেখানে শৃঙ্খলা নেই সেখানে উন্নতি নেই। শৃঙ্খলা মেনে চলতে হবে। সবাইকে একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে কাজ করতে হবে। আমারা বিএনপির নেতাকর্মীরা এক ও অভিন্ন। আমাদের মত ও পথের কোন অমিল নেই।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২১ অক্টোবর ২০২৫

