চাঁদপুর সাহিত্য মঞ্চ'র আয়োজনে লেখকদের ঈদ পুনর্মিলনী

চাঁদপুর সাহিত্য মঞ্চ'র আয়োজনে লেখকদের ঈদ পুনর্মিলনী

চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশ লেখকদের ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল শনিবার চাঁদপুর রিসোর্টে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশতাধিক কবি, লেখক ও সাহিত্যপ্রেমী অংশগ্রহণ করেন।

বিকেল ৪টায় আগত লেখকদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া মধ্য দিয়ে শুরু হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের কার্যক্রম। এরপর অনুষ্ঠানের শুরুতেই সাহিত্য মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিগত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে ধন্যবাদপত্র প্রদান করা হয়। এই পর্বে আমন্ত্রিত লেখকদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য মঞ্চের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান বাবলু।

সাহিত্য মঞ্চের নবগঠিত কমিটির সভাপতি কবি ও গল্পকার আশিক বিন রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ আল আমিনের পরিচালনায় নবগঠিত কমিটি কার্যকরী পরিষদ ঘোষণা করেন সাবেক সভাপতি কবি ও অনুবাদ ইসলাম মানিক।

বিকেল ৫টায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ঈদ পুনর্মিলনী। অনুষ্ঠানের উপ কমিটির আহ্বায়ক মুহাম্মদ হানিফের সভাপতিত্ব এবং সদস্য সচিব আরিফুল ইসলাম শান্তর পরিচালনায় সাহিত্য পাঠ, আবৃত্তি, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং কবি, গল্পকার ও গবেষক কাদের পলাশ, কবি ও লেখক মুখলেছুর রহমান ভূঁইয়া, কবি, সংগঠক ও সম্পাদক দ্যন্তন ইসলাম, কবি ও গল্পকার নুরুন্নাহার মুন্নি, কবি ও ছড়াকার কাজী রাসেল, কবি, গল্পকার ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, কবি জাহিদ নয়ন, সাহিত্য মঞ্চের যুগ্ম সম্পাদক সামিয়া আলম, সহ সাংগঠনিক সম্পাদক এএম সাদ্দাম হোসেন, আবৃত্তি সম্পাদক নুরুন নাহার নিশি, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইয়াছিন দেওয়ান।

বক্তারা বলেন, সাহিত্যকর্মীরা সত্য সুন্দরের চর্চা করেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণে লেখকদের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে চাঁদপুর জেলা সাহিত্য চর্চার একটি অনন্য উর্বর ভূমি হিসেবে খ্যাতি লাভ করেছে। চাঁদপুরের লেখকরা দেশব্যাপী তাদের সাহিত্যকর্মের দ্যুতি ছড়িয়ে দিচ্ছে।

বক্তারা আরো বলেন, কবি ও লেখকদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন খুবই বিরল। এমন আয়োজনের জন্য সাহিত্য মঞ্চ পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের আয়োজনে একে অপরের সাথে হৃদ্যতা বৃদ্ধি পায়। আমরা সাহিত্য মঞ্চের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য মঞ্চের অর্থ সম্পাদ নার্গিস তন্বী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আহসান আরিফ নিলয়, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান নাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হোসেন বেপারী, লেখক ও সংগঠক এ এস পলাশ, বাঁধন চন্দ্র শীল, মো. কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল লেখকদের (পুরুষ) অংশগ্রহণে হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, নারীদের অংশগ্রহণে বালিশ খেলা এবং শিশু-কিশোরের অংশগ্রহণে বেলুন ফুটানো প্রতিযোগিতা। এরপর অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র’র বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন, প্রবীণ লেখক ও প্রাবন্ধিক আব্দুল্লাহিল কাফি, প্রবাসী লেখক ও নাট্যকার জাহাঙ্গীর আলম, প্রবাসী লেখক ও সংগঠক ফিরোজ আলম, লেখক ও সংগঠক উজ্জ্বল হোসাইন, কবি ও গীতিকার কবির হোসেন মিজি, লেখক ও সংগঠক এইচ এম জাকির, সাহিত্য মঞ্চের সিনিয়র যুগ্ম সম্পাদক আল আমিন মিয়াজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল আমিন ছৈয়াল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মু. আ. হোসাইন পাটোয়ারী, নির্বাহী সদস্য নিঝুম খানসহ সাহিত্য মঞ্চের অন্যান্য সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেট, ১২ এপ্রিল ২০২৫

Explore More Districts