চাঁদপুর সাহিত্য একাডেমী কার্যকরী কমিটি নির্বাচন ৩১ মে

চাঁদপুর সাহিত্য একাডেমী কার্যকরী কমিটি নির্বাচন ৩১ মে

চাঁদপুর সাহিত্য একাডেমী কার্যকরী কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ মে) কার্যকরী কমিটি নির্বাচনের এই তফসিল লিখিতভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত। তফসিল অনুযায়ী সাহিত্য একাডেমী কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে ২০২৫ইং তারিখে।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও চাঁদপুর সাহিত্য একাডেমী থেকে সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২৫মে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর সাহিত্য একাডেমীতে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ঐ দিন জেলা প্রশাসক কার্যালয়ে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে অংশগ্রহণের জন্য যে সব শর্তাবলী মানতে হবে তা হচ্ছে, সহ-সভাপতি ও মহাপরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহে জমা দিতে হবে ১ হাজার টাকা এবং পরিচালক ও নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহে দিতে হবে ৫শ টাকা জমা। নির্বাচন উপলক্ষ্যে কোন সদস্য নির্বাচনী প্রচারণায় কোন ধরনের মিছিল, জনসভা, শোভাযাত্রা, লাউড স্পিকার, পোস্টার এবং মোটরসাইকেল শোভাযাত্রা করা যাবে না।

নির্বাচনী প্রচারণায় ৫ দশমিক ৫ ইঞ্চি বাই ৮ দশমিক ৫ ইঞ্চি সাদা কালো লিফলেট ব্যতীত অন্য কোন খাতে অর্থ ব্যয় বা নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না।

চাঁদপুর সাহিত্য একাডেমী কার্যকারী কমিটি নির্বাচন বিষয়ে জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমীর সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সাহিত্য একাডেমী কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষ্যে আগামী শনিবার (২৪ মে) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্টাফ রিপোর্টার, ২১ মে ২০২৫

Explore More Districts