চাঁদপুর সাহিত্য একাডেমির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একাডেমির প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সদস্যদের স্মরণ করা হয়েছে।
৬ জুলাই, রোববার বাদ মাগরিব চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদে এ উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে একাডেমির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আল-আমিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি কাদের পলাশ, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল কাফী, সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক রুহল আমি, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী ও আব্দুল গণি।
এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির গবেষণা পরিচালক কবি মোহাম্মদ ফরিদ হাসান, নির্বাহী সদস্য মির্জা জাকির, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি, উজ্জ্বল হোসাইনসহ একাডেমির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য একাডেমির আজকের এই পথচলায় যেসব গুণীজন, লেখক, গবেষক, কবি ও সাহিত্যপ্রেমী প্রাণ ঢেলে কাজ করেছেন, তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁদের স্মরণ করা শুধু কর্তব্য নয়, দায়িত্ব ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
চাঁদপুর সাহিত্য একাডেমি তাদের ৪ দশকের কাছাকাছি এই দীর্ঘ সাহিত্যযাত্রায় নতুন প্রজন্মকে সাহিত্যের আলোয় আলোকিত করতে আগামীতেও কাজ করে যাবে এমন প্রত্যাশা সকলের।
নিজস্ব প্রতিবেদক, ৭ জুলাই ২০২৫