চাঁদপুর সরকারি হাসপাতাল পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক ডা. আশরাফুন্নেসা

চাঁদপুর সরকারি হাসপাতাল পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক ডা. আশরাফুন্নেসা

জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন ইলেকট্রনিক ডাটা ট্র্যাংকিংসজ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি দ্বিতীয় সংশোধিত প্রকল্প পরিচালক প্রফেসর ডা. আশরাফুন্নেসা ও তার টিম। ২৫ জানুয়ারি শনিবার দুপুরে তিনি তাঁর টিমসহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডে থাকা ভায়া ও কল্পোস্কপি ইউনিট ও ব্রেস্ট ক্লিনিকের কক্ষ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান,সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, হাসপাতালের সহকারী পরিচালক
আশারাফ আহমেদ আহমেদ চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ আব্দুল আজিজ মিয়া, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রেসিডেন্ট পিজিসিয়ান (আরপি) ডাঃ মোহাম্মদ আসিফ ইকবাল, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাঃ মোহাম্মদ নুরে আলম মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ তাবেন্দা আক্তার সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

পরিদর্শন শেষে হাসপাতালের নিচ তলায় জরুরী বিভাগের পাশে নতুন করে ব্রেস্ট ক্লিনিকের উদ্বোধন করেন। আর এই ব্রেস্ট ক্লিনিক বাস্তবায়নে রয়েছে ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কার্যক্রম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পরে হাসপাতাল প্রাঙ্গনে সকলের উপস্থিথিতে একটি র‍্যালী বের করেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৬ জানুয়ারি ২০২৫

Explore More Districts