দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুরে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।
আজ শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এনিয়ে নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই জেলা বিএনপির কার্যালয় ও চাঁদপুর কলেজ মাঠের আশেপাশসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো ব্যানার পেস্টুনে ছেয়ে গেছে।
সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা বিএনপি’র কার্যালয়ে থেকে একদিন আগেই গতকাল শুক্রবার বিকেলে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মাঝে কাউন্সিলর ও ডেলিগেট কার্ড এবং সম্মেলন কেন্দ্রিক বিভিন্ন সামগ্রী বিতরণ করতে দেখা গেছে।
এদিকে, সম্মেলন সফল করতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। যাতে সম্মেলনটি স্মরণকালের বৃহৎ একটি সম্মেলন হয়। সম্মেলনের বিষয়ে মাঠ ও মঞ্চ কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতা শরীফ উদ্দিন পলাশ বলেন, যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং অন্য কোন সমস্যা না হয় তাহলে এই সম্মেলনটি হবে স্মরণকালের বৃহৎ একটি সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
সম্মেলনের শুভ উদ্বোধন করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। সভাপতিত্ব করবেন পৌর বিএনপি আহ্বায়ক আক্তার হোসেন মাঝি ও পরিচালনা করবেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। তবে দীর্ঘ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হলেও এদিন কোন ভোটাভুটি হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
তিনি বলেন, এই সম্মেলনকে ঘিরে নিজেদের মধ্যে যাতে কোন ভুল বোঝাবুঝি বা অনৈক্য সৃষ্টি না হয় । তাই আমরা ঐক্যের স্বার্থে প্রার্থীদের নিয়ে বসেছি এবং সমঝোতার আহ্বান জানিয়েছি। সবার সম্মতিক্রমে প্রার্থীরা নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সুপার সিক্স নির্ধারণ করবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যের ভিত্তিতে সমঝোতার মাধ্যমে সুপার সিক্স কমিটির নাম সম্মেলনে প্রধান অতিথি ঘোষণা করবেন।
সম্মেলনের বিষয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী শাহজালাল মিশন বলেন,দীর্ঘ দিন পর আমাদের সম্মেলন হচ্ছে নেতাকর্মীদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এভাবে কোন সম্মেলন করতে পারিনি। তাই এবারের সম্মেলন সফল করতে দলের স্বার্থে ঐক্যের ভিত্তিতে নিজেরা সমঝোতা করেছি।
পৌর বিএনপির সভাপতি প্রার্থী আক্তার হোসেন মাঝি বলেন,আমরা একটি উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন করতে যাচ্ছি । এই সম্মেলনটি আমাদের কাছে অনেকটা চ্যালেঞ্জের মত। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের এই সম্মেলন । আগামী দিনের চ্যালেঞ্জ হলো জাতীয় নির্বাচন । সেই নির্বাচনে আমরা বিএনপিকে কিভাবে জয়যুক্ত করতে পারবো সেটাই আমাদের মূল লক্ষ্য। এই যে আমাদের সম্মেলন এই সম্মেলনে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা হলো গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করা।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এটা সদর ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন । সম্মেলন গিরে আমাদের নেতাকর্মীরা অনেকটাই উৎফুল্ল এবং নতুন নেতৃত্ব তৈরী করার জন্য সকলে আসবে।সম্মেলন সফল করতে আমরাও প্রস্তুত।
সম্মেলনে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে সন্ধ্যার পর মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নিত্য পরিবেশন করবেন চাঁদপুর ও চট্টগ্রামের শিল্পীরা।
স্টাফ করেসপন্ডেট/ ১৩ সেপ্টেম্বর ২০২৫