আগামী ১৩ সেপ্টেম্বর চাঁদপুর পৌর ও সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৬টি করে মোট ১২ পদে ২৮জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এদের মধ্য থেকে মোট ২২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমাকৃত সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
গতকাল রোববার ছিলো মনোনয়নপত্র জমার দিন ছিলো। বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। একইদিন বিকাল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই ও বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। জমাকৃত সকল প্রার্থীর মনোনয়পত্র বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাড. এ জেড এম রফিকুল হাসান। নির্বাচন কমিশনার হলেন অ্যাড. শিরিন আক্তার সুপ্তা ও অ্যাড. কাজী মো. খায়রুল হাসান (ঝুমন)।
চাঁদপুর পৌর বিএনপির নির্বাচনের ৬টি পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেনও ১২ জন মনোনয়নপত্র জমা দেন। এরা হলো- চাঁদপুর পৌর বিএনপির সভাপতি পদে আক্তার হোসেন মাঝি, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল কাদির বেপারী, আহসান উল্ল্যাহ সেন্টু ও আসলাম তালুকদার, সাধারণ সম্পাদক পদে অ্যাড. হারুনুর রশিদ, আফজাল হোসেন ও মজিবুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক ইমান আলী মিয়াজী ও শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক পদে শরীফ উদ্দিন পলাশ, শাহজালাল শেখ ও মহসীন মজুমদার লিটন তাদের মনোনয়নপত্র জমা দেন। সাংগঠনিক সম্পাদক পদে দ্বীন মো. জিল্লু ও প্রকৌশলী মাইনুদ্দিন ভূঁইয়া তাদের মনোনয়নপত্র জমা দেননি।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির নির্বাচনের ৬টি পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেনও মনোনয়নপত্র জমা দেন ১০ জন। এরা হলেন- চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি পদে শাহজালাল মিশন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. জাকির হোসেন ফয়সাল ও আলমগীর আলম জুয়েল, সাধারণ সম্পাদক পদে হযরত আলী ঢালী, অ্যাড. শামসুল ইসলাম মন্টু ও আক্তার হোসেন সাগর, যুগ্ম সম্পাদক বরকত উল্ল্যাহ খান ও মো. আলী খান, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাড. জসিম মেহেদী ও অ্যাড. তোফাজ্জল হোসেন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যুগ্ম সম্পাদক পদে হাজী মাসুদ রায়হান, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাড. আলম খান মঞ্জু, বাতেন চৌধুরী ও জাফর আহমেদ জিতু তাদের মনোনয়নপত্র জমা দেননি।
উল্লেখ্য, আগামী ১৩ সেপ্টেম্বর চাঁদপুর সরকারি বিশ্ববিদালয় কলেজ ছাত্র মিলনায়তনে পৌর ও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের কার্যালয় (জেলা বিএনপির অফিস) ৭ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। একইদিন বিকাল সাড়ে ৫টা মনোনয়নপত্র যাচাই ও বাছাই, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। ৮ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩টা থেকে ৫টা মনোনয়নপত্র প্রত্যাহার, একইদিন বিকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাতিলকৃত মনোনয়নপত্রের বিরুদ্ধে আপত্তি প্রদান ও শুনানি, ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, বিকেল ৩টায় প্রতীক বরাদ্দ ও ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় নির্বাচনী প্রচারণার শেষ সময়।
স্টাফ রির্পোটার/ ৭ সেপ্টেম্বর ২০২৫