চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁদপুরের কচুয়া-১ আসনে সম্ভাব্য সাংসদ সদস্য পদপ্রার্থী দেশ বরণ্য আলেমেদ্বীন, মাওলানা মুহাদ্দিস আবু নছর আশরাফী হুজুরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন বৃহস্পতিবার বিকালে চাঁদপুর শহরের বাইতুল আমীন মসজিদের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের শহীদ মিনার ও হাসান আলা স্কুল মাঠের সামনে দিয়ে হাজী মহসিন সড়ক হয়ে নতুন বাজার মোড়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর এড: মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারী ও চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী জননেতা এডভোকেট মো:শাহজাহান মিয়া।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে চাঁদপুর ১ কচুয়া আসনে জনগণের মনোনীত প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাদ্দিস আবু নছর আশরাফী তার নির্বাচনী এলাকার ১০নং গোহাট ইউনিয়নের সর্বস্তরের জনগনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে গত ১১জুন বুধবার সকালে কতিপয় সন্ত্রাসী কর্তৃক হামলা চালানো হয়। এ হামলায় প্রমাণ হয় ফ্যাসিবাদ বিদায় নিলেও তার দোসররা এখনো নির্মূল হয়নি বরং সমাজের রন্ধে রন্ধে লুকিয়ে আছে। উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনতি বিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর এড: শাহজাহান খান। সেক্রেটারী বেলায়েত হোসেন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার আমীর মাও: আফসার উদ্দিন মিয়াজী। আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি মহরম আলী, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ সহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরো বলেন জুলাই বিপ্লবের পর দেশের মানুষ একটি শান্তিপ্রিয় সমাজব্যবস্থার আশা করে আছে কিন্তু দেখা যাচ্ছে কিছু নব্য সন্ত্রাসী ও ফেসিবাদি গুষ্ঠী একত্রিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে দেশের মানুষকে নানা ভাবে যন্ত্রণা দিচ্ছে ও অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনকে আরো বেশি সজাগ সচেতন থেকে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উদাত্ত আহ্বান জানান। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাদের গ্রেপ্তার করে শায়েস্তা করতে হবে নচেৎ শান্তি প্রিয় জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।

কচুয়ায় জামায়াতের এমপি নমিনির উপর হামলার প্রতিবাদে ১২জুন বৃহস্পতিবার কচুয়া উপজেলার রহিমানগরে, সাচারে, কচুয়া পৌরসভায় এবং হাজীগঞ্জে প্রতিবাদ মিছিল হয়েছে।

উল্লেখ্য, যে গত ১১ জুন সকালে কচুয়া উপজেলার ১০ নং গোহাট ইউনিয়নে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুস্ঠানে কতিপয় উগ্র সন্ত্রাসী হামলা চালায়। জামায়াত নেতৃবৃন্দের প্রতিরোধে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্টাফ রির্পোটার, ১২ জুন ২০২৫

Explore More Districts