চাঁদপুর শহর জামায়াতের সাবেক ছাত্র নেতাদের নিয়ে সমাবেশ

চাঁদপুর শহর জামায়াতের সাবেক ছাত্র নেতাদের নিয়ে সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় শহরের জামায়াত কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি তার বক্তব্যে বলেন, “ছাত্রজীবনে ইসলামী আদর্শের পতাকা বহনকারী ভাইরাই আজ সমাজের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিচ্ছেন। তাদের অভিজ্ঞতা ও আদর্শচর্চার ধারাবাহিকতা ইসলামী আন্দোলনকে আরো সুদৃঢ় করবে।”
তিনি আরও বলেন, “নতুন প্রজন্মকে আদর্শিক ও নৈতিক ভিত্তিতে গড়ে তুলতে সাবেক ছাত্র নেতাদের অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান সম্পদ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েতের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এসএম মিজানুর রহমান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ফারুক হোসেন প্রমুখ।

ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন শিহাব উদ্দিন সেলিম, শাকিরউল্লাহ জুবায়ের, মোসাদ্দেক আল আকিব, মাহমুদ হাসান, রাব্বি বকাউলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে শহর ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ, সাবেক ছাত্রনেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে ছিল প্রাণবন্ত পরিবেশ, মুখর ছিল ভাইয়েদের পুরনো দিনের স্মৃতিচারণ ও মিলনমেলায়।

নিজস্ব প্রতিবেদক, ২৭ জুন ২০২৫

Explore More Districts