চাঁদপুর শহরে একদিনে সর্বোচ্চ সংখ্যক কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুর শহরে একদিনে সর্বোচ্চ সংখ্যক কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুর শহরের বিভিন্ন জায়গায় রোববার (১৩ জুলাই) রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ অভিযানে চাঁদপুরের একদিনে সর্বোচ্চ সংখ্যক ৩২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

আটককৃত কিশোর গ্যাং সদস্যরা হলেন : ১। মো. সামিউল ইসলাম (২৬), পিতা-মো. নুরুল ইসলাম, মাতা-শামীমা নাসরিন, রাজারগাঁও, ভুইয়া বাড়ি, চাঁদপুর সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষ পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র; ২। লুৎফর রহমান রিজভী (২৩), পিতা- মিজানুর রহমান, মাতা- নিলুফা বেগম, রাজারগাঁও পরান বেপারী বাড়ি, চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ বাংলা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র; ৩। শাহিন পাঠান (২৩), পিতা-আ. হান্নান পাঠান, মাতা-রিনা বেগম, গাজীপুর পাঠান বাড়ি, ফরিদগঞ্জ; ৪। মো. জিহাদুল ইসলাম (১৭), পিতা-মো. জাকির হোসেন, মাতা-নাসিমা বেগম, উত্তর জিটি রোড, চেয়ারম্যান ঘাট, বিষ্ণুদী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র; ৫। মেহেদী হাসান, পিতা-মফিজুল ইসলাম, মাতা-সাহিদা বেগম, মনিহার, চাঁদপুর সদর, পুরান বাজার ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্র; ৬। রাকিব হোসেন, পিতা-দেলোয়ার হোসেন, মাতা-শাহিনুর বেগম, কমলাপুর, হাইমচর, চাঁদপুর সরকারি কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র; ৭। নিবিড় মৃধা, পিতা-নিখিল চন্দ্র মৃধা, মাতা-জয়ন্তী রাণী মৃধা, আদালত পাড়া, চাঁদপুর; ৮। আহমেদ রাব্বি, পিতা- রেজাউল ইসলাম, মাতা-তাহমিনা খানম, নাজির পাড়া, চাঁদপুর; ৯। সাকিবুল হাসান, পিতা- আব্দুল হান্নান, মাতা- নুরজাহান বেগম, পুরাণ বাজার, চাঁদপুর সদর; ১০। শান্ত, পিতা-আব্দুল গফুর ভুইয়া, মাতা- হোসনেয়ারা বেগম, পূর্ব লাড়ুয়া, ফরিদগঞ্জ; ১১| রায়হান, পিতা-মানিক হোসেন, মাতা-রাবেয়া বেগম, সন্তোষপুর, ফরিদগঞ্জ, ১২। অন্তু, পিতা-আলী আকবর, মাতা-স্বপ্না বেগম, সন্তোষপুর, ফরিদগঞ্জ; ১৩| মো. আরমান, পিতা- মজিবর রহমান মামুন, মাতা-রিনা আক্তার, স্টেডিয়ামে রোড, চাঁদপুর সদর; ১৪| মাহির আফছার, পিতা-সাইফুল ইসলাম, মাতা-মাহারুফা আক্তার, মিশন রোড, চাঁদপুর সদর; ১৫। তোহাব হোসেন মেহেদী, পিতা-আব্দুর রশিদ, মাতা-মমতাজ বেগম, বাসস্ট্যান্ড, চাঁদপুর সদর।

১৬। মামুন হোসেন, পিতা -ইকবাল হোসেন, মাতা- আকলিমা বেগম, বাসস্ট্যান্ড, চাঁদপুর সদর; ১৭। মো. শামীম, পিতা- রুহুল আমিন মাঝি, মাতা-নাজমা বেগম, টেকনিক্যাল, তরপুরচন্ডী চাঁদপুর সদর; ১৮। বিজয় সরকার, পিতা-বিমল সরকার, মাতা-মৃত ডলি সিং, পালপাড়া, চাঁদপুর সদর; ১৯। আরাফাত পাটোয়ারী, পিতা-আব্দুল কুদ্দুস পাটোয়ারী, মাতা- মরিয়ম বেগম, পালপাড়া, চাঁদপুর সদর; ২০। আব্দুস সালাম আরাফ, পিতা-নজরুল ইসলাম, মাতা-রেহানা বেগম, পালপাড়া, চাঁদপুর সদর; ২১। সানজিদ, পিতা-সোহেল বেপারী, মাতা-জোসনা বেগম, পালপাড়া, চাঁদপুর সদর; ২২। মো. ফাহিম ফয়সাল, পিতা-মাসুদ পারভেজ, মাতা-মেহেরুন্নেসা, পালপাড়া, চাঁদপুর সদর; ২৩। নিলয়, পিতা-সোহেল গাজী, মাতা-সুলেখা বেগম, পালপাড়া, চাঁদপুর সদর; ২৪। আরাফাত, পিতা- রবিউল ইসলাম, মাতা- লিজা ইসলাম, পালপাড়া, চাঁদপুর সদর; ২৫। মেহেদী হাছান, পিতা- ইমরান গাজী, মাতা- কুলছুমা বেগম, পালপাড়া, চাঁদপুর সদর; ২৬। রেদোয়ান ইসলাম চৌধুরী, পিতা-রাফি চৌধুরী, মাতা-রোকসানা চৌধুরী, হাসান আলী হাইস্কুলের পাশে, চাঁদপুর সদর; ২৭। আশরাফ হোসেন অমিত, পিতা- আনোয়ার হোসেন, মাতা- রওশন চৌধুরী, হাসান আলী হাইস্কুলের পাশে, চাঁদপুর সদর; ২৮। নিয়াজুর রহমান, পিতা- মোহাম্মদ উল্লাহ ভুইয়া, মাতা-আসমা আক্তার, পালপাড়া, চাঁদপুর সদর; ২৯। রাকিব হোসেন, পিতা-হানু গাজী, মাতা- আমেনা বেগম, উত্তর ইচলী, চাঁদপুর সদর; ৩০। আমজাদ বেপারী, পিতা- আমির হোসেন বেপারী, মাতা-সালেহা বেগম, ক্লাব রোড, চাঁদপুর সদর; ৩১। রাজীব, পিতা-নান্নু গাজী, মাতা-ফাতেমা বেগম, ক্লাব রোড, চাঁদপুর সদর; ৩২। ওবায়দুল, পিতা- ওহিদ গাজী, মাতা- তাসলিমা বেগম,খলিফা বাড়ি, চাঁদপুর সদর।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, চাঁদপুর শহরের বিভিন্ন জায়গায় যৌথবাহিনীর অভিযানে ৩২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। (সূত্র- চাঁদপুর কন্ঠ)

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৪ জুলাই ২০২৫

Explore More Districts