চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এড. শাহজাহান মিয়া

চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এড. শাহজাহান মিয়া

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে সফল ও সার্থক করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতির একটি প্রতীক। এ উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি আমাদের সবার দায়িত্ব।” বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আমীর গোলাম মাওলা,১১ নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ শরীফ খান, ১০ নং ওয়ার্ডের নায়েবে আমীর নুরুন্নবী ভুইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সহ-সভাপতি ফয়সাল খান, শ্রমিক নেতা মোঃ হাবিবুর রহমান, আলাউদ্দিন ঢালী, সালাউদ্দিন ঢালী সহ ১০ ও ১১ নং ওয়ার্ডের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/ ১ অক্টোবর ২০২৫

Explore More Districts