শিশু শিক্ষার আধুনিক ও অনন্য বিদ্যাপীঠ চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই শনিবার বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় অভিভাবক সদস্য আশিক বিন রহিম (পরিচালক পদে) এবং মনিরুজ্জামান বাবলু (নির্বাহী সদস্য পদে) চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাচনে বিজয়ী হওয়ায়, তাদের সংবর্ধনা জানানো হয়। এছাড়াও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
সকাল ৯ টায় ক্ষুদে শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজো’ আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হাড়িভাঙ্গা খেলা।
বেলা ১১টায় অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থীদের সনদ, পুরস্কার ও সম্মাননা প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস।
বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মৃদুল কান্তি দাসের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষিকা কাজী জাকিয়া, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মাসুদুর রহমান, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুল আজিজ শিশির, ইসকান্দর মির্জা, অভিভাবক সদস্য এবং অ্যারোমা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ মানিক। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখলেন চাঁদপুর সাহিত্য একাডেমির নবনির্বাচিত পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, নবনির্বাচিত নির্বাহী সদস্য এবং ইনডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি, বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের উপদেষ্টা দুলাল গোস্বামী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন দত্ত, সহকারি শিক্ষিকা নাজনিন হোসাইন, কাকলি দাস, বিথী কর্মকার, নুসরাত জাহান, তানজিলা আক্তারসহ সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৫ জুলাই ২০২৫