চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হয়েছে “কোড এন্ড ক্ল্যাশ ১.০ এক ব্যতিক্রমধর্মী প্রযুক্তি প্রতিযোগিতা। সোমবার সকাল ৯টা থেকে ক্যাম্পাসের তৃতীয় তলায় শুরু হয় এই কোড এন্ড ক্ল্যাশ প্রতিযোগিতা।বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও প্রোগ্রামিং ক্লাবের সভাপতি সিএসই বিভাগের মো: তাহমিদুল ইসলাম, সহসভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইসিটি বিভাগের মোরসালিন আকুঞ্জির আয়োজনে শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ নেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিতব্য এই আয়োজনে ছিল চারটি প্রতিযোগিতা— কোডিং কনটেস্ট, ই-ফুটবল, টাইপিং স্পিড টেস্ট, এবং লুডু কুইন। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগ।
এদিকে বিকেলে প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয় দের মাঝে পুরস্কার তুলে দেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. পেয়ার আহমেদ।
আয়োজকরা বলেন, কোড এন্ড ক্ল্যাশ ১.০ শুধু প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও দলগত কাজের মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কোনও আন্তঃবিভাগীয় প্রযুক্তি প্রতিযোগিতা, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের জন্য একটি পথপ্রদর্শক হয়ে থাকবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২০ মে ২০২৫