চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা

চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা

চাঁদপুর শহরের পুরাণ বাজারে অবস্থিত পৌর ৩নং ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ সেপ্টস্বর আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার।

আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. অদুদ বরকন্দাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রুবেল পাটওয়ারী। এছাড়া আরও ৭ জন নেতৃবৃন্দ বিভিন্ন পদে মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন:- সহ-সভাপতি মো. ইউসুফ সরকার, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. লিটন মাঝি, মো. বিল্লাল বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. কবির খান, সহ- সাংগঠনিক সম্পাদক মো. ইবু বরকন্দাজ, সদস্য মো. আরিফ পাটওয়ারী, মো. মিজানুর রহমান মুন্সি।

পৌর যুবদলের পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনকে সুসংগঠিত ও দায়িত্বশীল করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্টাফ করেসপন্ডেট/ ১৯ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts