আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রচারিভিযান উপলক্ষে চাঁদপুর পৌর ও সদর উপজেলা ছাত্রদলের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় চাঁদপুর পৌর ১৫টি ওয়ার্ড ও সদর উপজেলা ১৪টি ইউনিয়ন ছাত্রদলে নেতা-কর্মীদের নিয়ে এ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শীর্ষক কর্মশালায় সার্বিক দায়িত্বে ছিলেন জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জেলা কৃষক দলের সভাপতি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাষ্টার ট্রেইনার মো. এনায়েত উল্লাহ খোকন।
শীর্ষক কর্মশালায় দায়িত্বে ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ২৩ তম ব্যাচের ইয়াং ফেলো শেখ মোহাম্মদ হাবিব, চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ২৫ তম ব্যাচের ইয়াং ফেলো মো. মামুন খান, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ২৫ তম ইয়াং ফেলো জিসান আহমেদ।
স্টাফ রিপোর্টার/
২৫ অক্টোবর ২০২৫

