চাঁদপুর পৌরসভার সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ ও নোংরার অভিযোগ উঠায় পরিদর্শনে গেছেন নবাগত জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। বুধবার দুপুরে তিনি শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত পৌরসভার পাম্প হাউজে হঠাৎ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
দীর্ঘদিন ধরে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ নাগরিকরা। শুধু দৈনন্দিন কাজ নয়—পান করা, রান্না করা ও গৃহস্থালির অন্যান্য কাজে এই পানি ব্যবহার করতে গিয়ে স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন তারা।
জানা যায়, পাশের ডাকাতিয়া নদী থেকে পাম্পের মাধ্যমে সরাসরি পানি শোধনাগারে আনা হয়। তবে শোধনাগারের দু’পাশে থাকা পৌরসভার ড্রেনেজ লাইনের ময়লা পানির সঙ্গে এই অপরিশোধিত পানি মিশে যাওয়ায় দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে।
এই পরিস্থিতি দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি জরুরি ভিত্তিতে পানি শোধনাগারের ত্রুটি শনাক্ত করে তা মেরামত এবং পানির মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
৩ ডিসেম্বর ২০২৫


