চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চাঁদপুরের কচুয়ায় বিএসসি প্রকৌশলীদের তিন দফা অযৌক্তিক দাবী প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ ও ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা -কচুয়া-গৌরীপুর সড়কের বিশ্বরোড এলাকায় দূরপাল্লাগামী সকল প্রকার যান চলাচল বন্ধ করে দিয়ে কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পেশাগত সমস্যা নিরসনে লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান,বি.এসসি ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাখ্যানের লক্ষে আমরা এ ব্লকেট কর্মসূচি পালন করছি।

এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনের প্রতিনিধি, মোহাম্মদ সিয়াম, ওমর ফারুক ও মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

ঘুড়ি ঘুড়ি বৃষ্টির মধ্যে দিয়ে প্রায় ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে ঢাকা – কচুয়া- গৌরীপুর আঞ্চলিক সড়কের চলাচল কারী সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে শিক্ষকদের মধ্যস্থতায় শিক্ষার্থীরা আন্দোলন তুলে নেয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts