চাঁদপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা

চাঁদপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি মিয়া মঞ্জুর আলম স্বপন, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদস্য দেওয়ান মোঃ জুয়েল, কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, চাঁদপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হিরণ মাঝি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হোসেন, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জমির মাঝি, মতলব দঃ উপজেলা যুবদলের সদস্যসচিব কামাল উদ্দিন বিপ্লব, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ছেঙ্গারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জল ফরাজি, কচুয়া উপজেলা যুবদলের সদস্যসচিব অ্যাড. মাসুদ প্রধানিয়া, শাহরাস্তি উপজেরা যুবদলের সদস্যসচিব আঃ কাইয়ুম রিপন।

এসময় চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি শাহনুর বেপারী শানু, মোস্তফা বন্দুকশী, মোস্তাফিজুর রহমান কাইয়ুম, মিজানুর রহমান,

যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজীসহ বিভিন্ন ইউনিটের সভাপতি-সম্পাদক, আহ্বায়ক-সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব এবং পৌর ও সদর উপজেলার আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীটি জাকজমকপূর্ণভাবে পালন করা হবে। ব্যানার, ফ্যাস্টুন, টি-শার্ট, ক্যাপসহ থাকবে নানা আয়োজন।

সকল উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি থাকতে হবে।

স্টাফ রিপোর্টার/
১৬ অক্টোবর ২০২৫

Explore More Districts