চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাকে সদর থানা পুলিশ নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে শনিবার (১ ফেব্রুযারি) জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করায় অ্যাড. জহিরুল ইসলামের দ্বারা লাঞ্ছনার শিকার হন চাঁদপুর জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন। ওই সময় জহির পুরো অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সমবায় কর্মকর্তার দিকে তেড়ে আসেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন… চাঁদপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করায় লাঞ্ছিত সমবায় কর্মকর্তা এই শিরোনামে চাঁদপুর টাইমসে শনিবার সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক ভাবে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিটা যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেয়া হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়াসাল শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় সদর মডেল থানায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের নামেও মামলা রয়েছে। এছাড়াও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি (৫৫) হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাভোগ করেন
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব , ২ ফেব্রুয়ারি ২০২৫