চাঁদপুর মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের একটি প্রতিনিধিদল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবার মান ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন।
পরে তারা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ হারুনুর রশিদ এবং ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ.কে.এম. মাহাবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নেতারা হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, প্রাইভেট চিকিৎসা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে জামায়াত নেতারা বলেন, চাঁদপুরের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর কার্যক্রম আরও আধুনিক ও জনবান্ধব করতে প্রশাসন, চিকিৎসক এবং নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রতিনিধিদলের সদস্যরা আরও জানান, হাসপাতালের অবকাঠামো ও জনবল সংকটসহ কিছু সমস্যা থাকলেও কর্তৃপক্ষ সেবা উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে।
এছাড়া তারা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং চলমান একাডেমিক কার্যক্রম সম্পর্কেও তথ্য আদানপ্রদান করেন এবং কলেজের সামগ্রিক শিক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহাজান মিয়া, শহর আমির অ্যাডভোকেট মোঃ শাহাজান খান, সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, মোঃ আল আমিন, জেলা ও শহর জামায়াতের আরও নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার/
১৩ অক্টোবর ২০২৫

