চাঁদপুরে ৪২ শ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলার ডুবি

চাঁদপুরে ৪২ শ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলার ডুবি

চাঁদপুর ডাকাতিয়া নদীতে শাহ সিমেন্টের ৪২ শ বস্তা সিমেন্ট নিয়ে রফিক-২ নামের ট্রলারটি ডুবে গেছে। তবে ট্রলারটির সন্ধানে নদীতে কাজ করছে বিআইডব্লিউটিএ ডুবরি দল।

২৯ মে রোববার সকাল সাড়ে ১১টার দিকে ডাকাতিয়া নদীর নতুনবাজার লন্ডনঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সিমেন্টগুলো ছিল শাহ সিমেন্টের চাঁদপুরের ডিলার মের্সাস মৃধা এন্ড সন্স।

ঘাট ম্যানেজার আবদুল্লাহ আল নোমান চাঁদপুর টাইমসকে জানান, ‘মুক্তারপুর থেকে শাহ সিমেন্টের ৪২শ’ বস্তা সিমেন্ট সকালে চাঁদপুর আসে। ট্রলার থেকে প্রায় ১শ ৩০ বস্তা সিমেন্ট রক্ষা করতে পেরেছি। হঠাৎ বৃষ্টির ফলে সিমেন্ট ভিজে ট্রলারটি একদিকে কাথ হয়ে নদীতে ডুবে যায়। এসময় জাহাঙ্গীর ও আমির নামের দুই শ্রমিক আহত হয়েছেন। এছাড়া বাকি প্রায় ১৫ থেকে ১৮ জন শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রানে বেঁচে যায়।’

চাঁদপুর বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘সিমেন্ট বোঝাই ট্রলারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ট্রলারটির সন্ধানে আমাদের ডুবরি দল কাজ করছে। তবে গুরুতর কেউ আহত হয় নি।’

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৯ মে ২০২২

Explore More Districts