চাঁদপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী

চাঁদপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী

বৈরি আবহাওয়া উপেক্ষা করে চাঁদপুর জেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ‘ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার ( ৮ জুলাই) অবস্থান কর্মসূচী পালন করেছে চাঁদপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন।

আজ সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

উক্ত কর্মসূচিতে সংগঠনের জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাসুদুর রহমান,  সহ সভাপতি  গোলাম কিবরিয়া স্বপন, মো: ওমর ফারুক, মো:
জসীমউদ্দীন,ইউসুফ পাটওয়ারী, মাসুদ আলম, আলমগীর কবির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাসার, সাইফুল ইসলাম, ইয়াছিন মোল্লা, গাজী মোঃ খোরশেদ আলম,ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিমউদদীন গাজী,দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন মজুমদার, অর্থ সম্পাদক বি এম রোকনুল ইসলাম, মহিলা সম্পাদক রাবেয়া আক্তার, সহ মহিলা সম্পাদক তাহমিনা, ইয়াছিন আক্তার, সম্মানিত সদস্য  নিজামুদ্দিন, কবির হোসেন মোল্লা, মামুনুর রশীদ, কবির হোসেন সহ জেলার সকল স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।

অবস্থান কর্মসূচীতে জেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন। 

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক / সমান নির্ধারনপূর্বক ১৪ তম গ্রেড প্রদান করতে হবে,ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং ১১ তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করতে হবে,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত কর্মরতদের অভিজ্ঞতার ভিক্তিতে স্নাতক পাস স্কেলে আত্নীকরন, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্তদের তা পুনঃনির্ধারত বেতন স্কেলের সাথে যুক্ত করা, সকল পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করতে হবে, 

উল্লেখ্য স্বাস্থ্য সহকারীগন মে মাসের ২৫ ও২৬ তারিখে ঢাকায় দুই দিন এবং উপজেলা পর্যায়ে ২৪ জুন অবস্থান কর্মসূচি পালন করেন, এছাড়া সারা বাংলাদেশে ইপিআই টালি এবং মাসিক রিপোর্ট দেওয়া বন্ধ রয়েছে। 

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের প্রতি ছয় দফা  দাবী দ্রুত বাস্তবায়নের আহবান জানান তা না হলে আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ইপিআই সহ স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি,৮ জুলাই ২০২৫

Explore More Districts