চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহজাহান পাটোয়ারি (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। যাদের মধ্যে নুরু গাজী নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার ২২ এপ্রিল রাত প্রায় ১০টার দিকে সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহজাহান পাটোয়ারি সদর উপজেলার ঘোষেরহাট এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর শাহজাহান কাজ শেষ করে সিএনজি অটোরিকশায় মহামায়া বাজার থেকে সদর উপজেলার ঘোষেরহাটে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং শাহজাহান ঘটনাস্থলেই মারা যান। আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান,আহতের মধ্যে নুরু গাজীর অবস্থা গুরুতর।

বাসের হেডলাইটের আলো নিয়ন্ত্রণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহজাহানের মরদেহ উদ্ধার করে। এ সময় শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহজাহান পাটোয়ারির লাশ নিয়ে আসেন। এ সময় শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া ইউএনবিকে নিশ্চিত করেছেন।

২৩ এপ্রিল ২০২৫
এজি

Explore More Districts