চাঁদপুরে মিনি ট্রাক ও পিকআপ ভ্যান চালকদের মানববন্ধন

চাঁদপুরে মিনি ট্রাক ও পিকআপ ভ্যান চালকদের মানববন্ধন

অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে চাঁদপুরে মিনি ট্রাক ও পিকআপ ভ্যান চালকরা মানববন্ধন করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বাবুরহাট চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ড্রাইভার ও মালিকরা অংশ নেয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া চাঁদপুর পৌরসভার প্রশাসকের সাথে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, চাঁদপুর পৌরসভার ইজারাদার মিনি ট্রাক ও পিকআপভ্যান থেকে প্রতিদিন অতিরিক্ত টোল আদায় করছেন। প্রতিদিন গাড়ি নিয়ে যতবার পৌর এলাকায় যাওয়া হয় প্রতিবারই টোল দেওয়া লাগে। আমরা চাই দিনে একবার টোল নেওয়া হোক।

চাঁদপুর প্রতিনিধি, ২২ এপ্রিল ২০২৫

Explore More Districts