সূত্র জানায়, ঘটনার পর এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে পুলিশকে হেনস্তা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নাসির, বশির, ইউনুস, জাকিরসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতেই ওই গ্রাম থেকে ইউনুস ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।