চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম পাটওয়ারীকে।
এ ছাড়া চাঁদপুর সরকারি কলেজের রাকিব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ২৩ জনকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে।
চাঁদপুর সরকারি কলেজের সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে জুবায়ের ইসলাম আসিফসহ যুগ্ম সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে ২৫ জনকে।
মুখ্য সংগঠক একজন, যুগ্ম মুখ্য সংগঠক একজন, সংগঠক ৫৭ জন, মুখপাত্র একজন, সিনিয়র সহ মুখপাত্র একজন, সহ মুখপাত্র তিনজন ও ১০১ জনকে সদস্য করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটিতে চাঁদপুর জেলার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা স্থান পেয়েছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির আহ্বায়কের পদ পাওয়া নাদিম পাটওয়ারী বলেন, ‘দেশের ক্রান্তিকালীন জুলাই অভ্যুত্থানে দায়িত্ব নিয়ে আমরা ছাত্ররা রাজপথে নেমেছি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এখনও কাজ করছি। এ কমিটি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।’
তারা গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করে যাবের উল্লেখ করে নাদিম পাটওয়ারী বলেন, ‘সেজন্য চাঁদপুরবাসীসহ সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। চাঁদপুরে আমরা সর্বস্তরের ছাত্ররা ঐক্যবদ্ধ আছি। চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমৃত্যু লড়াই করব।’
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১৯ ফেব্রুয়ারি ২০২৫