চাঁদপুর শহরের পৌর ১০ নং ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কামরুল হাসান পাটওয়ারী লিটন (৫৭) ঢাকাস্হ পি.জি. হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১২ই সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত তিন টায় মৃত্যু বরন করেন।
কামরুল হাসান পাটওয়ারী লিটন দীর্ঘদিন ক্যান্সার ও কিডনিজনিত সমস্যা এবং নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান, বৃদ্ধ মাতা, দুই ভাই, এক বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
১২ ই সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা পাল পাড়াস্হ তার নিজ বাসভবনের সামনে পালপাড়া বাইতুস সালাত জামে মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে স্হানীয় বাসিন্দারা ও তার অনেক আত্মীয় পরিজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জানাজার নামাজে ইমামতি করেন পালপাড়া বাইতুস সালাত জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তোফায়েল আহমেদ।
কামরুল হাসান লিটনের দ্বিতীয় জানাজার নামাজ বাদ আছর তার গ্রামের বাড়ী ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর আঃ গনি পাটওয়ারী বাড়ীতে অনুষ্ঠিত হবার পর তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য কামরুল হাসান লিটনের ছোট ভাই দুবাই প্রবাসী ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুরের বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক শাহাবুদ্দিন ফিরোজের বড় ভাই। ফিরোজ এক বার্তায় তার মরহুম ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক/ ১২ সেপ্টেম্বর ২০২৫