চাঁদপুরে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

চাঁদপুরে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর মঙ্গলবার রাত ৭টার দিকে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী উত্তর গুনরাজদী এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে একটি ৭ এমএম পিস্তল (মেড ইন ইন্ডিয়া), একটি ম্যাগাজিন ও একটি রাউন্ড পিস্তল অ্যামুনিশন উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেট/
১৩ নভেম্বর ২০২৫

Explore More Districts