চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।‌ ৩১ মে শনিবার দিনব্যাপী চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে মাদ্রাসা বিনির মিলনায়তনে এ আয়োজন করা হয়। ‘খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আদর্শ, দক্ষ ও প্রশিক্ষিত কর্মীবাহিনী গঠনের কোনো বিকল্প নেই’ এই বিশ্বাসে বাংলাদেশ খেলাফত মজলিসের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দরসুল কুরআন পেশ করেন মুফতি মাহবুবুর রহমান। বিষয়ভিত্তিক প্রশিক্ষণমূলক আলোচনা উপস্থাপন করেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা কোরবান আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ ফয়সাল, এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, প্রশিক্ষিত নেতৃত্বই পারে ইসলামি শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে সফল পরিণতির দিকে এগিয়ে নিতে।

স্টাফ রিপোর্টার, ৩১ মে ২০২৫

Explore More Districts