চাঁদপুরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে‌ : মোঃ মোশারফ হোসাইন

চাঁদপুরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে‌ : মোঃ মোশারফ হোসাইন

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেছেন, চাঁদপুরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে‌। আর সেটিকে কাজে লাগাতে প্রয়োজন যোগ্য পৌর নেতৃত্ব। নেতৃত্ব যোগ্য না হলে, যে কোন স্বপ্ন অধরা থেকে যায়। তাই শুধু চাঁদপুর নয় গোটা বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজন।

১২ অক্টোবর রোববার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ১৪ দিনব্যাপি মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠানের ৪থ দিনে গোলটেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর সরকারি কলেজের সাবেক নির্বাচিত জিএস মোশাররফ হোসাইন আরো বলেন, আমাদের প্রিয় চাঁদপুর বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানে নৌপথ, রেলপথ এবং সড়ক পথের চমৎকার যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আমাদের তিন নদীর মোহনা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি নৈশরিক সৌন্দর্যের স্থান। শহরের বুক চিড়ে বয়ে যাওয়া লেকটিতে চাঁদপুরের সৌন্দর্য উঁকি দিচ্ছে। অথচ সঠিক নেতৃত্বের কারণে আমরা এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারিনি। তাই আগামী দিনে চাঁদপুর গঠনে যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। যেই বাংলাদেশ শুধু অর্থনীতিই নয়, তথ্যপ্রযুক্তি, পর্যটন এবং শিল্প-সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়াসহ সকল ক্ষেত্রে সমৃদ্ধ হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করতে হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি অসাম্প্রদায়িক চেতনার মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরকে একটি সমৃদ্ধ জেলা হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তার যোগ্য নেতৃত্বের স্পর্শ চাঁদপুরের শিল্প-সংস্কৃতিতেও পড়েছে। যার ফলশ্রুতিতে আজকে চাঁদপুরের ৩০টি অধিক সংগঠনকে নিয়ে এই কালচারাল ফেস্টিভাল উদযাপিত হচ্ছে। আমাদের সন্তানদের প্রতিভা এবং মেধা বিকাশ করার জন্য এটি এক অনন্য প্ল্যাটফর্ম। আমি এই আয়োজন সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ শফিকুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট মুনিরা বেগম চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট কুহিনুর বেগম, নাইমা মোশারফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা মুক্তা, প্রচার সম্পাদক ফেরদৌসী আক্তার ইশিতা, জেলা জাসাসের আহবায়ক রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, সদস্য সচিব মোবারক শিকদার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভাল উদযাপন কমিটির সদস্য সচিব মাইনুদ্দিন ভূঁইয়া লিটন, প্রধান সমন্বয়কারী শরীফ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন শিশুসহ অন্যান্য কর্মকর্তাগ।

এর আগে বিকেল থেকে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্র-নজরুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে বহুবচন আবৃত্তি সংগঠন এবং নৃত্যাঙ্গনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১২ অক্টোবর ২০২৫

Explore More Districts