চাঁদপুরে পর্যটনকে সমৃদ্ধ করার অপার সুযোগ রয়েছে : ডিসি

চাঁদপুরে পর্যটনকে সমৃদ্ধ করার অপার সুযোগ রয়েছে : ডিসি

চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “Tourism and Sustainable Transformation: টেকসই উন্নয়নে পর্যটন”।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক- মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুর একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। এখানে পাহাড় বা ঐতিহাসিক স্থাপনা না থাকলেও চারদিক নদী বেষ্টিত হওয়ায় পদ্মা, মেঘনা, ডাকাতিয়া ও ধনাগোদা—এই চার নদীকেন্দ্রিক বিপুল পর্যটন সম্ভাবনা লুকিয়ে আছে। এই নদীগুলোকে ঘিরে চাঁদপুরের পর্যটনকে সমৃদ্ধ করার অপার সুযোগ রয়েছে, যা আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। চাঁদপুরকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তরিত করতে বর্তমান সরকার ইতোমধ্যে নানা ধরনের উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, চাঁদপুরের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো বড়স্টেশন মোলহেড এলাকা। এখানে প্রকৃতি ও নদীর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা আসেন। যদি আমরা নদীভ্রমণের বিশেষ ব্যবস্থা এবং জেলেদের ইলিশ আহরণের মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের সামনে উপস্থাপন করতে পারি, তবে চাঁদপুর পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করবে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) মো: আনিসুর রহমান এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন। সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খাইরুল কবীর, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইমতিয়াজ আহম্মেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ, ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, এনসিপি জেলা আহ্বায়ক মাহবুব আলম, খেলাফতে মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সময় টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, ব্র্যাক চাঁদপুর জেলা সমন্বয়ক জিয়াউর রহমান ও সাংবাদিক সুজন পাটোয়ারী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা চাঁদপুরের পর্যটন খাতকে এগিয়ে নিতে টেকসই পরিকল্পনা, নদী ও প্রকৃতির সৌন্দর্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ২৭ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts