চাঁদপুরে নার্সিং ইনিস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদপুরে নার্সিং ইনিস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদপুরে ডিপ্লোমা ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে সমমান/ডিগ্রি পাস কোর্স করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

৭ মে বুধবার সকালে চাঁদপুর নার্সিংয় ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করে।

বেলা ১১টায় শিক্ষার্থীরা চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। এতে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট ও চাঁদপুর আইডিয়াল নার্সিং এর কয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় তারা ব্যানার ফেস্টুন নিয়ে- এইচএসসি’র পর ডিপ্লোমা নয়, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই, ডিগ্রি মোদের অধিকার, বৈষম্যে নিরসন চাই – শ্লোগানে বর্তমান সরকারের কাছে দাবি তুলে ধরেন।দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

প্রতিবেদক: আশিক বিন রহিম,৭ মে ২০২৫

Explore More Districts