চাঁদপুরে নজরুল গবেষণা পরিষদের জাতীয় কবি’র ১২৬তম জন্ম-বাষিকী উদযাপন

চাঁদপুরে নজরুল গবেষণা পরিষদের জাতীয় কবি’র ১২৬তম জন্ম-বাষিকী উদযাপন

চাঁদপুরে ২৫ মে ২০২৫ রোজ রোববার বিকেল ৩ টায় আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে নজরুল গবেষণা পরিষদ,চাঁদপুরের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন।

প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষণা পরিষদ এর সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.মোশারেফ হোসেন এবং সঞ্চালনা করেন শিক্ষক গণমাধ্যমকর্মী,লেখক,শিক্ষক ও নজরুল গবেষণা পরিষদের অর্থ-বিষয়ক সম্পাদক ইমরান সাকির ইমরু ।

বিশেষ বক্তা ছিলেন বীরমুক্তিযোদ্ধা এ এফ এম ফতে-উল-বারী রাজা, কমরেড শাহাজাহান তালুকদার,সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল গনি, যুগ্ন-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো.ওয়ালিদ হোসেন,সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাসেম ।

আলোচনা সভার প্রারম্ভে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানোন এবং জুলাই গণ-অভূত্থানে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করা হয় ।

সভায় প্রাণবন্ত আলোচনায় এবারে প্রতিপাদ্য বিষয়-‘ দু হাজার চব্বিশের গণঅভ্যূত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার ’ প্রেক্ষাপটসহ কবির জীবনাদর্শ ও কর্মময় জীবনের অবদান নিয়ে আলোকপাত এবং আলোচ্য বিষয়ের উপর ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন ও ৩ জনকে পুরস্কার প্রদান করা হয় । এ ছাড়াও চাঁদপুরের দুটো পত্রিকায় কবির ১২৬তম জন্ম-বার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে।

চাঁদপুর টাইমস
২৫ মে ২০২৫
এজি

Explore More Districts